E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জীবনবীমা কর্পোরেশনের মরনোত্তর দাবির চেক প্রদান

২০১৪ নভেম্বর ২৯ ১৭:৩০:১৫
জীবনবীমা কর্পোরেশনের মরনোত্তর দাবির চেক প্রদান

খুলনা প্রতিনিধি : সম্প্রতি খুলনায় জীবনবীমা কর্পোরেশনের খুলনা রিজিওনাল অফিসের ম্যানেজার ইনচার্জ গৌতম কুমার সাহা পেনশন বীমার মরনোত্তর দাবির চেক প্রদান করেন। বীমা গ্রহীতার পক্ষে মরহুম নাসির উদ্দিনের স্ত্রী নমিনী মোছা. আরজিনা পারভীনকে ৩৭,৫৬,০০০/- (সাঁইত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকার চেক হস্তান্তর করেন। তার মাসিক পেনশন ছিল ৫০,০০০ হাজার টাকা। বীমা পলিসিটি খোলা হয় ২০০৯ সালে। জীবনবীমা কর্পোরেশন ভেড়ামারা ৪১৭ শাখার উন্নয়ন অফিসার মোছা. ফারহানা পারভীন জলির মাধ্যমে পলিসিটি গ্রহন করেন।

এ সময় জীবন বীমা কর্পোরেশন খুলনা রিজিওনাল অফিসের ম্যানেজার অরুণ কুমার চক্রবর্ত্তী, ম্যানেজার-উন্নয়ন জনাব মো. তৌহিদুর রহমান, ম্যানেজার মো. আতিয়ার রহমান, ডেপুটি ম্যানেজর প্রশাসন- জনাব রাশেদুজ্জামান, ডেপুটি ম্যানেজার মো. মাহবুব সিদ্দিক, ডেপুটি ম্যানেজার মো. নাজমুল ইসলাম বিশ্বাস, ডেপুটি ম্যানেজার-প্রশাসন জনাব দীপঙ্কর কুমার শিউলী, ভেড়ামারা শাখা-৪১৭-এর ইনচার্জ মো. লুৎফর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তরের সময় গৌতম কুমার সাহা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে জীবনবীমা কর্পোরেশনের পলিসির সুবিধাদি আলোকপাত করেন। এখানে শিশু নিরাপত্তা বীমা, শিক্ষা ও বিবাহ বীমা, পেনশন বীমা, বহু কিস্তি বীমা, তিন কিস্তি বীমাসহ আরো অনেক প্রকার বীমা পলিসি বিদ্যমান। জনগণকে তাদের সুবিধামত পলিসি করে নিজেদের সঞ্চয় ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে বলেন। তিনি আরো বলেন সরকার মৃত্যু দাবির টাকা খুব দ্রুত পরিশোধ করে থাকেন।

(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test