E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদী থেকে চাল শ্রীলঙ্কায় রফতানি

২০১৪ নভেম্বর ৩০ ১৬:২৫:৫৭
ঈশ্বরদী থেকে চাল শ্রীলঙ্কায় রফতানি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘ঈশ্বরদীতে উৎপাদিত ভালমানের চাল দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রফতানি করা সম্ভব। অচিরেই ঈশ্বরদী থেকে চাল শ্রীলঙ্কায় রফতানি হবে।’ ঈশ্বরদী এলএসডি খাদ্য গুদামে ২০১৪-১৫ মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। সরকারের ভর্তূকি শুধুমাত্র কৃষকের মূর্খের হাসি, সুখ, স্বাচ্ছন্দ্য তথা দারিদ্র বিমোচনের জন্য। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসখাদ্যগুদামের চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা এমএ মাজেদ প্রমুখ।

উল্লেখ্য, চলতি সংগ্রহ মৌসুমে ঈশ্বরদী থেকে ৯ হাজার ৯৩০ মেট্রিক টন চাল সংগহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

(এসকেকে/এএস/নভেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test