E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে’

২০১৫ ফেব্রুয়ারি ০৩ ১৬:১২:৩৯
‘দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে’

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক অস্থিরতার কারণে খাদ্যপণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে । সার্বিকভাবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ০৭ শতাংশে। ডিসেম্বরে  ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।

মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরের এনইসি সমম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এই তথ্য প্রকাশ করেন।

বিবিএস’র তথ্য অনুযায়ী দেশে এখন সার্বিক মূল্যস্ফীতি ৬ দশমিক ০৪ শতাংশ। গ্রামে খাদ্যমূল্যস্ফীতি ৫ দশমিক ৭৯ শতাংশ। আর শহরে ৬ দশমিক ৬৯ শতাংশ।

মন্ত্রী জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে পণ্য সরবরাহ বাধাগ্রস্থ হওয়ায় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমেছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test