E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রবিবার পতাকা হাতে রাজপথে নামবেন ব্যবসায়ীরা

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ১৫:৩০:০২
রবিবার পতাকা হাতে রাজপথে নামবেন ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার : আগামী রবিবার দেশের সব ব্যবসায়ীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেছেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ব্যবসায়ীদের পতাকা হাতে ওইদিন রাজপথে নেমে আসতে হবে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় এফবিসিসিআই কনফারেন্স রুমে হরতাল-অবরোধের বিরুদ্ধে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আমরা ব্যবসা করতে চাই, আগুনে পুড়ে মরতে চাই না উল্লেখ করে তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা যে যেখানে আছেন, সেখান থেকেই কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসবেন। সুযোগ পেলে দুই নেত্রীর সঙ্গে দেখা করে সংলাপের কথা বলব। সরকারকে বলব, প্রয়োজনে আইন করে হরতাল অবরোধ বন্ধ করুন।

এসময় বিভিন্ন জেলা পর্যায় থেকে আসা এফবিসিসিআই’র প্রতিনিধিরা কর্মসূচি সফল করার আশ্বাস দেন।

এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মিসেস মোনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ বিজিএমইএ ও সব ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন।

বক্তারা বলেন, আমরা শান্তিতে ব্যবসা করতে চাই। হরতাল অবরোধে প্রতিনিয়ত আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি, সরকার থেকে তার ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test