E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জানুয়ারিতে ২০ ব্যাংক রেমিট্যান্স শূন্য

২০১৫ ফেব্রুয়ারি ০৬ ১৯:৩৭:১০
জানুয়ারিতে ২০ ব্যাংক রেমিট্যান্স শূন্য

স্টাফ রিপোর্টার : রেমিট্যান্স আহরণ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলো। অবস্থান ধরে রাখতে পারেনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও। এছাড়া নতুন অনুমোদন নেয়া বেসরকারি ৯টি ব্যাংক ২ বছর হলেও কোনো অবস্থানে আসতে পারেনি। পাশাপাশি বিদেশি ব্যাংকেরও সফলতা দেখা যাচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে, জানা গেছে, দেশে ৫৬টি ব্যাংকের মাধ্যমে জানুয়ারি মাসে বিশেষায়িত ২ ব্যাংকসহ ২০ ব্যাংক রেমিট্যান্স আহরণ করতে পারেনি। এর মধ্যে মোটেও আনতে পারেনি ১১ ব্যাংক।

এগুলো হচ্ছে, বিশেষায়িত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ফারমার্স ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এনআরবি কমার্সিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, এনআরবি ব্যাংক লি.। আর বিদেশি ব্যাংকের মধ্যে হচ্ছে, হাবিব ব্যাংক ও ন্যশনাল ব্যাংক অব পাকিস্তান।

আর সামান্য পরিমাণ রেমিট্যান্স আসা ব্যাংকগুলো হচ্ছে বিশেষায়িত বেসিক ব্যাংক (শূন্য দশমিক ১৪ মিলিয়ন ডলার), বেসরকারি সাউথ বাঙলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক (শূন্য দশমিক ৩১ মিলিয়ন ডলার), বাংলাদেশ কমার্স ব্যাংক (শূন্য দশমিক ৬১ মিলিয়ন ডলার), আইসিবি ইসলামী ব্যাংক (শূন্য দশমিক ১০ মিলিয়ন ডলার), শাহজালাল ইসলামী ব্যাংক (শূন্য দশমিক ৬৮ মিলিয়ন ডলার)।

বিদেশি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (শূন্য দশমিক শূন্য ১ মিলিয়ন ডলার),সিটি ব্যাংক এনএ (শূন্য দশমিক শূন্য ৪ মিলিয়ন ডলার) ব্যাংক আল ফালাহ (শূন্য দশমিক ১০ মিলিয়ন ডলার) এবং কমার্সিয়াল ব্যাংক অব সিলন (শূন্য দশমিক ৫৯ মিলিয়ন ডলার)।

এদিকে জানুয়ারি মাসে রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংকে রেমিট্যান্স এসেছে ৩শ’ ৭২ দশমিক ৯২ মিলিয়ন ডলার। বিশেষায়িত ব্যাংকে ১৫ দশমিক ৭০ মিলিয়ন ডলার, বেসরকারি ব্যাংকে এসেছে ৮শ’ ৩১ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। আর বিদেশি ৯ ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ দশমিক ৩৪ মিলিয়ন ডলার।

তবে ১ম স্থানে অবস্থান করছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ। এ ব্যাংকে জানুয়ারি মাসে এসেছে ৩শ’ ৩২ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। ২য় অবস্থানে সরকারি অগ্রণী ব্যাংক। এ ব্যাংকে এসেছে ১শ’ ৪০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। ৩য় অবস্থান করছে সরকারি সোনালী ব্যাংক। এ ব্যাংকে জানুয়ারি মাসে এসেছে ১শ’ ১২ দশমিক ৪৩ মিলিয়ন ডলার।

আরও জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২শ’ ৩৪ দশমিক ৭৩ মিলিয়ন ডলার। গত ডিসেম্বর মাসের এসেছে ১ হাজার ২শ’ ৭৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। আর আগের বছরের জানুয়ারি মাসের একই সময়ে এসেছিলো ১ হাজার ২শ’৬০ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।

(ওএস/এটিঅার/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test