E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সূচক ঊর্ধ্বমুখী

২০১৪ এপ্রিল ০৩ ১২:৫৮:৪৮
সূচক ঊর্ধ্বমুখী

স্টাফ রিপোর্টার, ঢাকা : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে।

ডিএসই সূত্র মতে, বেলা ১১ টা ১ মিনিটে ডিএসই এঙ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১২ পয়েন্টে, ডিএসই এস সূচক (শরীয়াহ্‌) ৪ পয়েন্ট বেড়ে ১০০৬ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬০ পয়েন্টে এসেছে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২০২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৫৪টির, অপরিবর্তিত রয়েছে ৩১টির। মোট লেনদেন হয়েছে ৭৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৩৪ পয়েন্টে এসেছে। লেনদেন হওয়া ৭৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ২১টির, অপরিবর্তিত রয়েছে ১১টির। লেনদেন হয়েছে ৩ কোটি ৮ লাখ টাকার।

(ওএস/এটি/এপ্রিল ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test