E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আধা ঘণ্টায় দর বেড়েছে ১১৩টি কোম্পানির

২০১৫ মার্চ ১০ ১২:৩৬:০৯
আধা ঘণ্টায় দর বেড়েছে ১১৩টি কোম্পানির

স্টাফ রিপোর্টার : দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত লেনদেনের আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ কোটি ৭২ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২ কোটি টাকার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টি কোম্পানির। আর দর কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৪২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১১ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭২৪ পয়েন্টে।

বেলা ১১টা পর্যন্ত সিএসই সার্বিক সূচক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮৮ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

(ওএস/এটিআর/মার্চ ১০, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test