E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোমবার মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

২০১৫ মার্চ ১৬ ১৫:১২:৩১
সোমবার মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের প্রথম ঘণ্টায় ৮৫ কোটি ৮৫ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তবে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টি কোম্পানির, দর কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক শূন্য পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭১০ পয়েন্টে।

প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮০৭ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

(ওএস/এটিআর/মার্চ ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test