E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দর বেড়েছে ১৮৯টি কোম্পানির

২০১৫ মার্চ ২২ ২০:৩৯:২৭
দর বেড়েছে ১৮৯টি কোম্পানির

স্টাফ রিপোর্টার : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দুই স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ৭৮ কোটি ১৪ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, রবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টি কোম্পানির। আর দর কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৮ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৭ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

(ওএস/এটিআর/মার্চ ২২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test