E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁপাইনবাবগঞ্জে আমজাতপণ্যের রপ্তানীর সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২০১৪ মে ১২ ১৬:৪৩:৩০
চাঁপাইনবাবগঞ্জে আমজাতপণ্যের রপ্তানীর সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দেশের প্রধান আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জে সোমবার ‘রপ্তানীযোগ্য আম উৎপাদন বৃদ্ধির কলাকৌশল, আম সংগ্রহত্তোর ব্যবস্থাপনা ও আম এবং আমজাতপণ্যের রপ্তানীর সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এগ্রো প্রডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার মিলনায়তনে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস্ এ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজিত কর্মশালায় প্রধান আতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল মতিন ও চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ আব্দুল মাজেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফউদ্দিন, কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ ড. সাইফুর রহমান। কর্মশালায় জেলার বিশিষ্ট আম বাগাস মালিক ও আম চাষীরা অংশগ্রহণ করেন।
(এআরএন/এএস/মে ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test