E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় ভুট্টার বাম্পার ফলন

২০১৪ মে ১৩ ১১:০৪:৩২
চুয়াডাঙ্গায় ভুট্টার বাম্পার ফলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চলতি মৌসুমে জেলার ৪টি উপজেলায় ভূট্টার বাম্পার ফলন হয়েছে। ৪টি উপজেলায় মোট ৪ লাখ ২৬ হাজার ১৫০ টন ভূট্টার ফলন হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৮,০৫০ টন অতিরিক্ত বলে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ অফিস সূত্রে জানা গেছে।
এ মৌসুমে এ জেলায় মোট ৩ লাখ ৬৮ হাজার ১০০ টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য্য ছিল। মোট ভূট্টার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় উৎপাদিত হয়েছে, ১ লাখ ৩৯ হাজার ৫শ’ টন, আলমডাঙ্গা উপজেলায় ৯৯ হাজার টন, দামুড়হুদা উপজেলায় ১ লাখ ২৬ হাজার টন ও জীবননগর উপজেলায় ৬১ হাজার ৫শ’ টন।

উল্লেখ্য যে, এ মৌসুমে জেলার ৪টি উপজেলায় মোট ৪৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে ভূট্টার আবাদ করা হয়েছিল। ভূট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধার্য্য ছিল ৪০ হাজার ৯৪০ হেক্টরে। আরো উল্লেখ্য প্রতি হেক্টর জমিতে ৯ টন করে ভূট্টা উৎপাদিত হয়েছে বলে সূত্র মতে জানা গেছে।
এ মৌসুমে এ জেলায় ভূট্টার মূল্যও সন্তোষজনক রয়েছে বলেও জানা গেছে। প্রতি ৪০ কেজি ভূট্টা বর্তমানে ৮শ’ টাকা দরে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। জেলায় এ মৌসুমে ভূট্টা চাষকে সফল করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিএডিসি ভূট্টা চাষিদের মধ্যে কৃষি ঋণ ও ন্যায্যমূল্যে বীজ, সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করেছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক হরিবুলা সরকার জানান, চুয়াডাঙ্গা জেলা ক্রমান্বয়ে ভূট্টা উৎপাদন জোনে পরিণত হতে যাচ্ছে।

(ওএস/এইচ/মে ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test