E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগামী ৩ জুন বাজেট অধিবেশন

২০১৪ মে ১৮ ২১:৪৩:০৪
আগামী ৩ জুন বাজেট অধিবেশন

স্টাফ রিপোর্টার : আগামী ৩ জুন নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসবে। রবিবার বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এ সংক্রান্ত একটি আদেশ সংসদ সচিবালয়ে প্রেরণ করেন।

৩ জুন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। এটি হবে বর্তমান সরকারের প্রথম এবং বাংলাদেশের ইতিহাসে ৪৪তম বাজেট অধিবেশন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ৫ জুন ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

চলতি সংসদের প্রথম অধিবেশন গত ১০ এপ্রিল শেষ হয়। সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্য-বাধকতা রয়েছে। সে অনুযায়ী সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেছেন।

ইতোমধ্যেই বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু হয়েছে সংসদ সচিবালয়ে।

(ওএস/এস/মে ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test