E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রথম তিন প্রান্তিক মেয়াদি শিল্প ঋণ বিতরণ কমেছে

২০১৪ মে ১৮ ২২:৩৭:১৫
প্রথম তিন প্রান্তিক মেয়াদি শিল্প ঋণ বিতরণ কমেছে

স্টাফ রিপোর্টার : চলতি ২০১৩-১৪ অর্থ বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) মেয়াদি শিল্প ঋণ বিতরণ হয়েছে ৩০ হাজার ৮৪৯ কোটি টাকা। গত অর্থ বছরের একই সময়ে এই খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ৩২ হাজার ১৫ কোটি টাকা।

এ হিসেবে প্রথম তিন প্রান্তিকে ঋণের প্রবৃদ্ধি ৩ দশমিক ৬৪ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের শেষ থেকে চলমান রাজনৈতিক সহিংসতা ও হরতাল-অবরোধের কারণে মেয়াদি শিল্প ঋণ বিতরণের পরিমাণ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের পর দেশের পরিস্থিতি ভাল থাকলেও উদ্যোক্তাদের মধ্যে অনিশ্চিয়তা কাজ করছে। তাই বিনিয়োগে কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে বিতরণকৃত মোট মেয়াদি শিল্প ঋণের মধ্যে বৃহৎ শিল্প খাতে বিতরণ হয়েছে ২১ হাজার ৩৯৬ কোটি ৩২ লাখ টাকা। গত অর্থ বছরের একই সময়ে এই খাতে ঋণের পরিমাণ ছিল ২০ হাজার ৬৭০ কোটি ৩৬ লাখ টাকা। এই খাতে ঋণ বিতরণ ৩ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। একই সময়ে মাঝারি শিল্প খাতে ঋণ বিতরণ হয়েছে ৬ হাজার ৭৩৮ কোটি ২৪ লাখ টাকা। গত অর্থ বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯ হাজার ২৫৪ কোটি ৫৪ লাখ টাকা। এক্ষেত্রে ঋণপ্রবাহ ২৭ দশমিক ১৯ শতাংশ কমেছে।

চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে ক্ষুদ্র শিল্পে ঋণপ্রবাহ বেড়েছে অনেক বেশি। এই খাতে ২ হাজার ৭১৪ কোটি ৩৫ লাখ টাকার ঋণ বিতরণ হয়েছে। গত অর্থ বছরে এর পরিমাণ ছিল ২ হাজার ৯০ কোটি ১৪ লাখ টাকা। সে হিসেবে আলোচ্য সময়ে ক্ষুদ্র শিল্পে ঋণপ্রবাহ ২৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

মেয়াদি শিল্পঋণ প্রবাহ হ্রাস প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী বলেন, চলতি অর্থবছরের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত হরতাল-অবরোধসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে শিল্পঋণ বিতরণ বাধাগ্রস্ত হয়েছে। ফলশ্রুতিতে মেয়াদি শিল্পঋণ প্রবাহ হ্রাস পেয়েছে।

তিনি বলেন, এখন হরতাল-অবরোধের মতো সহিংস রাজনৈতিক কর্মসূচি না থাকায় এই ঋণপ্রবাহ আবারও গতি ফিরে পাবে বলে আশা করছি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আলোচ্য সময়ে ঋণ আদায়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। নয় মাসে আদায় হয়েছে ৩১ হাজার ৬২৭ কোটি ৮৬ লাখ টাকা। গত অর্থ বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৬ হাজার ১২৭ কোটি ৯৪ লাখ টাকা। এর হার ২১ শতাংশের বেশি।

এদিকে বকেয়া ঋণস্থিতি বিগত ২০১২-১৩ অর্থ বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৯৫ হাজার ৬৯১ কোটি ৭৬ লাখ টাকায় টাকায় দাঁড়িয়েছে। মেয়াদি ঋণ খাতে মেয়াদোত্তীর্ণ ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ যথাক্রমে ১৩ দশমিক ৮৮ এবং ২৪ দশমিক ১০ শতাংশ হ্রাস পেয়েছে।

(ওএস/এস/মে ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test