E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

২০১৪ মে ১৯ ১১:৪১:০১
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সাত বছর মেয়াদী ৩০০ কোটি টাকার নন কনভার্টেবল সবোর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে জানানো হয়, ব্যাসেল-২ অনুযায়ী কোম্পানির আবশ্যিক মূলধন মেটানোর জন্য টায়ার-২ মূলধন হিসাবে ব্যাংক এশিয়া সাত বছর মেয়াদী (ফ্লটিং রেট ১১.৫০% হতে ১৪.৫০%) ৩০০ কোটি টাকার নন কনভার্টেবল সাবোর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে অনুমোদিত হয়েছে। তবে শর্ত থাকে যেকোনো নিয়ন্ত্রণকারী সংস্থার পরামর্শক্রমে অথবা অন্যবিধ কারণে ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রস্তাবিত বন্ডের বৈশিষ্ট্য, মেয়াদ, ইস্যু মূল্য ইত্যাদি প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারবে।

কোম্পানির ইজিএম আগামী ২৬ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলের ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে অনুষ্ঠিত হবে। ইজিএম-এর রেকর্ড ডেট আগামী ২৯ মে।

(এইচআর/মে ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test