E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মূল্যহ্রাস রুখতে আসরে নামছে ইসিবি

২০১৪ মে ২১ ১৪:১৫:৩৯
মূল্যহ্রাস রুখতে আসরে নামছে ইসিবি

আন্তজার্তিক ডেস্ক : মূল্যবৃদ্ধি নয়, ডিফ্লেশন বা মূল্যহ্রাসের কারণে দুশ্চিন্তা দেখা দিয়েছে ইউরোজোন দেশগুলিতে৷ ব্যয় ও বিনিয়োগ কমে চলেছে৷ সুদের হারকে অস্ত্র করে তার মোকাবিলা করার ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক৷

ডিফ্লেশন-এর মোকাবিলা করতে গত সপ্তাহ থেকেই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের আগামী পদক্ষেপ নিয়ে জল্পনা-কল্পনা চলছে৷ ইসিবি আগামী জুন মাসেই আরো হস্তক্ষেপ করবে বলে অনুমান করা হচ্ছে৷ অর্থাৎ দীর্ঘ সময় ধরে বর্তমান সুদের হার ০.২৫ শতাংশ থাকতে পারে – এমনকি আরো কমানো হতে পারে৷ ইসিবি প্রধান মারিও দ্রাগি নিজে এমন ইঙ্গিত দিয়েছেন৷ আসলে অস্বাভাবিক মাত্রায় ধারাবাহিক মূল্যহ্রাসের ফলে বাজারে আশঙ্কা বাড়ছে৷ কারণ এমন অবস্থায় সাধারণ ক্রেতা ও বাণিজ্যিক সংস্থাগুলি আরও মূল্যহ্রাসের আশায় ব্যয় ও বিনিয়োগ কমাতে পারে৷ যার ফলে অর্থনীতি বড় ধাক্কা খাবে৷

এদিকে ইউরোপের ২১টি কেন্দ্রীয় ব্যাংক একযোগে জানিয়েছে যে, আগামী পাঁচ বছরে বড় আকারে সোনা বিক্রি করার কোনো পরিকল্পনা তাদের নেই৷ শুধু তাই নয়, বাজারে অস্থিরতা এড়াতে তারা সোনার লেনদেনের ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় করে চলবে৷ উল্লেখ্য, এ ক্ষেত্রে বর্তমান চুক্তির মেয়াদ আগামী সেপ্টেম্বর মাসে শেষ হবে৷ নতুন চুক্তির মেয়াদ হবে ৫ বছর৷

উল্লেখ্য, সাধারণত কোনো কেন্দ্রীয় ব্যাংক তাদের সোনার ভাণ্ডার সম্পর্কে কোনো আগাম ইঙ্গিত বা নীতি প্রকাশ করে না৷

ইউরো এলাকার সংকটগ্রস্ত দেশগুলির ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে৷ তবে নানা রকম উদ্যোগ সত্ত্বেও ইটালি এ বছর বাজেট ঘাটতির ক্ষেত্রে ইউরো এলাকার নিয়ম লঙ্ঘন করতে চলেছে৷ এই অবস্থায় সে দেশ অর্থনীতিকে চাঙ্গা করার স্বার্থে এই নিয়ম শিথিল করার আহ্বান জানিয়েছে৷ প্রধানমন্ত্রী মাটেও রেনসি বলেছেন, যে সব দেশ সংস্কার চালিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হোক৷ ইউরোপীয় কমিশন অবশ্য এমন কোনো ব্যতিক্রম মানতে নারাজ৷ এদিকে পর্তুগাল গত রবিবারই বেলআউট কাঠামো ছেড়ে বেরিয়ে এসেছে৷ গ্রিসে স্থানীয় পর্যায়ের নির্বাচনে বামপন্থি দলকে সমর্থনের মাধ্যমে সরকারি নীতির বিরোধিতা করেছে জনগণ৷ রেটিং এজেন্সি মুডিস আয়ারল্যান্ডের রেটিং বাড়িয়ে দিয়েছে৷

চলতি সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজার কিছুটা ধাক্কা খেয়েছে৷ এর একটি কারণ ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে একটি অধিগ্রহণ বানচাল হয়ে যাওয়া৷ ডয়চে ব্যাংক তার মূলধন বাড়ানোর ঘোষণার পর তাদের শেয়ারের মূল্য পড়ে গেছে৷ ইউরোর বিনিময় মূল্য অবশ্য কিছুটা বেড়ে গেছে৷ ইউক্রেনকে ঘিরে পরিস্থিতি আপাতত শান্ত থাকায় রাজনৈতিক কোনো ঘটনা পুঁজিবাজারের উপর প্রভাব ফেলছে না৷

(ওএস/এটিআর/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test