E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গৌরীপুরের লিচু রপ্তানী হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

২০১৪ মে ২১ ১৫:৩৪:১৯
গৌরীপুরের লিচু রপ্তানী হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। উপজেলার ৫শতাধিক কৃষকের উৎপাদিত এই লিচু এ অঞ্চলের চাহিদা মিটিয়ে প্রতিদিন কোটি টাকার লিচু দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী হচ্ছে। লাল রঙের মিষ্টি বড় লিচু আর ছোট বিচির মাঝারি আকৃতি টক/ মিষ্টি লিচুর চাহিদা ব্যাপক। লিচুর ফলন ভালো হওয়ায় এ অঞ্চলের প্রায় ৫শতাধিক কৃষক স্বাবলম্বী হয়ে ওঠেছেন। উপজেলার গৌরীপুর পৌরসভা, বোকাইনগর, অচিন্তপুর, মাওহা, ভাংনমারী, সদর ইউনিয়নে বাণিজ্যিক ভিত্তিতে লিচু চাষ শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার মইলাকান্দা, বোকাইনগর, অচিন্তপুর, মাওহা, ২নং গৌরীপুর ইউনিয়ন, রামগোপালপুর, ডৌহাখলা, ভাংনামারীতে ৭৫জন কৃষক বাণিজ্যিক ভিত্তিতে লিচু চাষ শুরু করছেন। পৌরসভার পুর্বদাপুনিয়ার আতাউর রহমানের বিশাল আকৃতির একটি লিচু বাগান রয়েছে। তাই লিচু বাগানের নামানুসারে এলাকাটি ‘লিচু বাগান’ নামে পরিচিত হয়েছে। এবছর লিচু বাগানটি আগাম দেড় লাখ টাকায় ফড়িয়াদের নিকট বিক্রি করা হয়েছে। বোকাইনগর ইউনিয়নের প্রায় ২শতাধিক কৃষকের বাড়ীর চারপাশে লিচু সৃজন করা হয়েছে। ডৌহাখলা ইউনিয়নে পুকুরপাড়, বাড়ীর আঙ্গিনাতেও রয়েছে সহস্রাধিক লেচু বাগান গাছ। উপজেলার ১০টি ইউনিয়ন ও গৌরীপুর পৌরসভার ২৩৭টি গ্রামের ৫শতাধিক কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন করছে লিচু। হটিকালচার বিভাগের উদ্যান তত্ত্ববিদ মোঃ হাবিবুর রহমান জানান, এ সেন্টার থেকে প্রতিবছর চায়না-২, চায়না-৩, মঙ্গলবাড়ীয়া জাতের প্রায় ২হাজার কলম উৎপাদন করা হচ্ছে। গৌরীপুরে চায়না-৩ ও মঙ্গলবাড়ীয়া লেচুর আবাদ সবচেয়ে বেশি। তবে স্থানীয় জাতেরও ব্যাপক লিচু চাষ করা হচ্ছে।
গৌরীপুর পৌরসভার মধ্য বাজারে গড়ে উঠেছে লিচু বাজার। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় শতাধিক লিচু বেপারী চুক্তিতে কৃষকদের নিকট থেকে আগাম গাছ ক্রয় করেন। প্রতিদিন বিকালে লিচু সংগ্রহ করার পর ফজরের আযানের সময় জমে উঠে লিচু বাজার। লিচু বাজারের ইজারাদারগণ জানান, প্রতিদিন ১১০/১২০খাড়ি (টুকরি) লিচু সিলেট, কিশোরগঞ্জ, ভৈরব, চট্টগ্রাম, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, টাঙ্গাইল, ভৈরব, নরসিংদী, ফেনীসহ দেশেরে বিভিন্ন প্রান্তে যাচ্ছে। প্রতি খাড়ি লিচুর দাম গড়ে ৮হাজার টাকা। প্রতি সপ্তাহে এই বাজারে কোটি টাকার লিচু বিক্রি হচ্ছে। কুমরী গ্রামের রাবিয়া খাতুন জানান, তার বাড়ীর ৩টি গাছের লিচু এ বছর বিক্রি হয়েছে ২২হাজার টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, গৌরীপুরের মাটি লিচু চাষের জন্য বেশ উপযোগী। আওহাওয়া অনুকুলে থাকায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। কৃষকরা কৃষি বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখায় পোকামাকড়ের আক্রমণের হার কমে গেছে।
(এসইএস/এএস/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test