E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫০ বিলিয়ন আয়ের রোডম্যাপ দেবে বিজিএমইএ

২০১৫ আগস্ট ০২ ১৪:৫৩:৪৯
৫০ বিলিয়ন আয়ের রোডম্যাপ দেবে বিজিএমইএ

স্টাফ রিপোর্টার : ২০২১ সালের মধ্যে পোশাক শিল্পে রফতানি আয় ৫০ বিলিয়ন ডলার অর্জন করতে সরকারকে বিজিএমইএ রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. আতিকুল ইসলাম।

রবিবার দুপুর ১টায় রাজধানীর বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আতিকুল বলেন, আগামী ০৬ আগস্ট থেকে ০৮ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম ৠাডিসন হোটেলে বাংলাদেশ এপারেল সেফটি অ্যান্ড এক্সপো প্রদর্শনীতে এ রোডম্যাপের খসড়া সরকারের কাছে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, দেশের রফতানি-আমদানির ৯৫ শতাংশই আসে চট্টগ্রাম বন্দর দিয়ে। তাই আমরা এবার এ প্রদর্শনী চট্টগ্রামে আয়োজন করেছি। কী কী করলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে তা লিখিতভাবে প্রদর্শনীতে বাণিজ্যমন্ত্রীর কাছে দেওয়া হবে।

বর্তমানে পোশাক শিল্পের মূল বাধা জ্বালানি সমস্যা বলে মন্তব্য করে তিনি বলেন, দেশের পোশাক শিল্প কারখানায় জ্বালানি সরবরাহ সঠিকভাবে করা সম্ভব হলে ৫০ বিলিয়ন ডলার অর্জন করা কোনো কঠিন কাজ নয়। এ নিয়ে একাধিক কাজ আমরা করেছি।

এর আগে রাজনৈতিক সহিংসতায় দেশের ইমেজের সমস্যা হয়েছে। রাজনৈতিক সমস্যার সমাধান করতেই হবে। নয়তো আমরা ব্রান্ডিংয়ের কাজ করতে পারবো না।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজীম, সাবেক সহ-সভাপতি মো. সিদ্দাকুর রহমান প্রমুখ।

০৬ আগস্ট চট্টগ্রাম র‌্যাডিসন হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বাংলাদেশ এপারেল অ্যান্ড সেফটি এক্সপোর উদ্বোধন করার কথা রয়েছে।

(ওএস/এএস/আগস্ট ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test