E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

২০১৪ মে ২১ ২০:৪৫:০৮
পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

নিউজ ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ২৭১ কোটি ৩৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ৭৫ কোটি টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ৫৩টির এবং অপরির্বতিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো-স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, হা-ওয়েল টেক্সটাইল, বিএসআরএম, গ্রামীন ফোন, অ্যাক্টিভ ফাইন, হাইডেলবার্গ সিমেন্ট, ইস্টার্ন হাউজিং ও মতিন স্পিনিং।

অন্যদিকে বুধবার সিএসইতে সাধারণ সূচক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৪৭২ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের দিনের চেয়ে সিএসইতে আট কোটি টাকা লেনদেন বেড়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ২১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৪০টির এবং অপরিবতির্ত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম।

(ওএস/এস/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test