E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনালী ব্যাংকের ডিজিএম আজিজুর রহমানের বিরুদ্ধে মামলা

২০১৪ মে ২১ ২১:০৭:০৫
সোনালী ব্যাংকের ডিজিএম আজিজুর রহমানের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সোনালী ব্যাংকের ডিজিএম (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে এ মামলা করেন। মামলার নম্বর ২৭।

মামলার এজাহার থেকে জানা যায়, এ কে এম আজিজুর রহমান কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ার মাধ্যমে এক কোটি ৭১ লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া তিনি এক কোটি ৭১ লাখ টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন ও উক্ত অবৈধ সম্পদ ভোগ দখলে রেখেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেয়া হয়েছিল। দুর্নীতি দমন কমিশন আইন, ২০১৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন দেয় দুদক।

(ওএস/এস/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test