E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়া পৌরসভায় সাড়ে ১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

২০১৫ আগস্ট ০৬ ১৭:৩৫:৫৪
কুষ্টিয়া পৌরসভায় সাড়ে ১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ১৯ কোটি ৫৫ লক্ষ ৯ হাজার ৬'শ ৯৯ টাকা ৮৬ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পৌরসভার হলরুমে মেয়র হাজী এনামুল হক এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে আয় হিসেবে রাজস্ব খাতে ১ কোটি ৮০ লক্ষ ১৭ হাজার ৫শ’ ১৯ টাকা এবং উন্নয়ন খাতে ১৭ কোটি ৭০ লক্ষ ১ হাজার ১শ’ ৫০ টাকা ও প্রারম্ভিক উদ্বৃত্ত ৪ লক্ষ ৯১ হাজার ৩০ টাকা ৮৬ পয়সা ধরা হয়েছে।

ব্যয় হিসেবে রাজস্ব খাতে ১ কোটি ৮৫ লক্ষ৭১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৭ কোটি ৭০ লক্ষ ১ হাজার ১'শ ৫০ টাকা ও সমাপনী স্থিতি ১ হাজার ৫শ’ ৪৯ টাকা ৮৬ পয়সা ধরা হয়েছে।

এ সময়ে কাউন্সিলর জাহিদ হোসেন, সালাউদ্দিন, শুকুর আলী, রুহুল মন্ডল, বিল্লাল শেখ, শাহিদা খাতুন, শেফালী খাতুন, সচিব আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী সুজন আলী, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, হিসাব রক্ষক সুজন আলীসহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট বক্তৃতায় মেয়র হাজী এনামুল হক বলেন, এ বাজেট জনকল্যাণ ও উন্নয়নমুখী।

(কেকে/এসএফকে/আগস্ট ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test