E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কয়লা ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলুন: আমু

২০১৫ আগস্ট ২২ ১৮:৩৫:৩৬
কয়লা ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলুন: আমু

বরিশাল প্রতিনিধি: শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ার চিন্তা বাদ দিয়ে কয়লা ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলুন।

বাংলাদেশের শিল্প কল কারখানা গড়ে তোলার লক্ষ্যে ১৯৫৬ সালে বঙ্গবন্ধু শিল্পমন্ত্রী হয়ে বিসিক গঠন করেছিলেন। বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন আওয়ামী লীগ সরকার ছাড়া আর কেহ করেনি।

মন্ত্রী আরও বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালতলীতে শিপইয়ার্ড কারখানা নির্মান করার জন্য আসবেন। পায়রা বন্দরকে ঘিরেই ব্যবসা বাণিজ্য অর্থনীতির উন্নয়নের দ্বার উন্মোচিত ও গতিশীল হবে।

শনিবার দুপুরে বরিশাল ক্লাব মিলনায়তনে বিভাগের অর্থনীতিক ও শিল্প সম্ভাবনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উল্লেখিত কথাগুলো বলেছেন।

এফবিসিসিআই ও ফেডরিক নওম্যান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

এফবিসিসিআই সভাপতি আব্দুল মতলেব আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এফবিসিসিআই সহ-সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, ফেডরিক নওম্যান ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ড. নাজমুল হোসেন, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমুখ।

(টিবি/এলপিবি/আগস্ট ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test