E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোরবানির পশুর সংকট থাকবে না

২০১৫ আগস্ট ৩১ ১৫:৩৩:৫২
কোরবানির পশুর সংকট থাকবে না

স্টাফ রিপোর্টার : আগামী ঈদ-উল আযহায় কোরবানির পশুর কোনো সংকট থাকবে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহবানও জানিয়েছেন তিনি।

সরকারি কর্মকর্তা, উৎপাদনকারী, পাইকারি ও খুচরা ব্যবসায়ী নেতা এবং আমদানিকারকদের সঙ্গে সভায় এ আহবান জানান তিনি।

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের টিসিবি ভবনে রফতানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত এ সমন্বিত সভায় সভাপতিত্ব করছিলেন বাণিজ্যমন্ত্রী।

পশুর সংকটের খবর পুরোপুরি সত্য নয় দাবি করে আমদানিকারকরা জানান, যতটুকু সংকট রয়েছে বলে প্রচারিত হয়েছে, সেসব কাটাতে সামান্য কিছু সময় লাগবে।

কোরবানির ঈদকেন্দ্রিক পণ্যের সংকট হবে না এবং পণ্যের মজুদ ঠিক আছে বলে উপস্থিত সবাই বাণিজ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন।

পেঁয়াজের মূল্য আরও কমে আসবে বলেও জানান তারা।

এছাড়া তারা জানান, চিনির মজুদ রয়েছে আড়াই লাখ টন। দেশি রসুনও প্রচুর পরিমাণে থাকায় সংকট হবে না।

আমদানিকারকরা মন্ত্রীকে জানান, ভারতের একটি সিন্ডিকেট সমস্যা হয়ে দেখা দিয়েছে। এটি ভাঙা গেলে আমাদের বাজার আরও স্বাভাবিক থাকতো।

সংশ্লিষ্টরা জানান, মজুদ আছে, এখন সরবরাহ ঠিক রাখা গেলে কোনো সংকট হবে না।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test