E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশের প্রতি ক্রেতাগোষ্ঠীর আস্থা ফিরেছে

২০১৫ সেপ্টেম্বর ০৩ ১৭:১১:৪০
বাংলাদেশের প্রতি ক্রেতাগোষ্ঠীর আস্থা ফিরেছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রতি ক্রেতাগোষ্ঠীর আস্থা ফিরেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ক্রেতারা আবার আমাদের প্রতি আস্থা ফিরে পেয়েছে। গত আগস্টে রফতানিতে বাংলাদেশ দুই দশমিক ৭১৯ বিলিয়ন ডলার আয় করেছে। গ্রোথ হয়েছে ২৭ শতাংশ।

এভাবে চললে ২০২১ সালের ‘টার্গেট-৬০ বিলিয়ন’- পৌঁছানো মোটেই দুরূহ হবে না বলেও মন্তব্য তার।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্স’র নির্বাহী পরিচালক জেমস এফ মরিয়ার্টির নেতৃত্বে দলটি বেলা পৌনে তিনটার দিকে মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে তারা কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কির যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে যা যা করা সম্ভব, তার সবটুকুই বাংলাদেশ করেছে। এর মধ্যে ক্রেতাগোষ্ঠীর আস্থা ফিরে পেয়েছি আমরা। আমেরিকার দেওয়া ১৬টি শর্তের সবগুলোই বাংলাদেশ যথাসম্ভব পূরণ করেছে। তাই জিএসপি বিষয়ে তাদের পুনর্বিবেচনা আশা করছি।

তোফায়েল বলেন, আমাদের শ্রমিকদের বেতন ২১৯ শতাংশ বেড়েছে। কারও বেতনই এখন সাড়ে ৭ হাজার টাকার নিচে নয়। কারও কোনো অভিযোগ নেই। কাজের পরিবেশ অনেক ভালো। আমেরিকার প্রতিনিধিরা চাইলে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। তাহলেই বুঝতে পারবেন যে, শ্রমিকরা ভালো আছেন। তাদের নিরাপত্তা রয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test