E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় বেতন কমিশন চলতি মাসে মন্ত্রিপরিষদে উঠছে

২০১৫ সেপ্টেম্বর ০৩ ১৭:২২:৩৫
জাতীয় বেতন কমিশন চলতি মাসে মন্ত্রিপরিষদে উঠছে

স্টাফ রিপোর্টার : সচিব কমিটির প্রতিবেদনের সুপারিশের আলোকে জাতীয় বেতন কমিশন চলতি সেপ্টেম্বর মাসে মন্ত্রিপরিষদ সভায় উত্থাপনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে সেলিম উদ্দিনের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জাতীয় বেতন ও চাকরি কমিশন, ২০১৩ এর প্রতিবেদন এবং সচিব কমিটির সুপারিশের আলোকে সেপ্টেম্বরে মন্ত্রিপরিষদে উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন বেতনস্কেলে সুইপারদের বেতন বৃদ্ধি পাবে:
মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্যান্য জাতীয় বেতন স্কেল বাস্তবায়নকালে যেভাবে সুইপার/পরিচ্ছন্নকর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে একইভাবে জাতীয় বেতনস্কেল ২০১৫ বাস্তবায়নকালে সারাদেশের সুইপার/পরিচ্ছন্নকর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test