E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

 

বঙ্গোপসাগরের খনিজ সম্পদ আহরণে আগ্রহী থাইল্যান্ড

২০১৫ সেপ্টেম্বর ০৭ ১১:৫৯:৫৪
বঙ্গোপসাগরের খনিজ সম্পদ আহরণে আগ্রহী থাইল্যান্ড

নিউজ ডেস্ক: থাইল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত মাদুরাপচানা ইতারং জানান, বঙ্গোপসাগরের খনিজ সম্পদ আহরণ ও পেট্রোলিয়াম সম্পদ অনুসন্ধানে থাইল্যান্ডের বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে।

 

রবিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান। ঢাকায় তিন বছর দায়িত্ব পালনকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত মাদুরাপচানা।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাষ্ট্রদূতকে জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য আরো বৃদ্ধি করার লক্ষ্যে দু’দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের বিনিময় সফর হওয়া দরকার।

মন্ত্রী জানান, মানবপাচার বন্ধে গত মে মাসে থাইল্যান্ড সরকার যে বিশেষ উদ্যোগ নিয়েছে এবং আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে তার জন্য বাংলাদেশ কৃতজ্ঞ। রাষ্ট্রদূতের মাধ্যমে এই উদ্যোগের জন্য বাংলাদেশ থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানায়।

সাক্ষাতে থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ওষুধ শিল্পে অনেক অগ্রগতি হয়েছে। ওষুধ শিল্পে বাংলাদেশ বিশ্বের অন্যতম রফতানিকারক দেশ। বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে পারে থাইল্যান্ড।’ বিদায়ী রাষ্ট্রদূতের সময়কালে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় তাকে ধন্যবাদ জানান মন্ত্রী।

(ওএস/এলপিবি/সেপ্টেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test