E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অর্থনৈতিক সমর্থন ছাড়া রাষ্ট্র চলতে পারে না’

২০১৫ সেপ্টেম্বর ১৫ ১৫:২১:৪৬
‘অর্থনৈতিক সমর্থন ছাড়া রাষ্ট্র চলতে পারে না’

স্টাফ রিপোর্টার : আগামী চার বছরে ২৯ লাখ করদাতা বাড়াতে চান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, বর্তমানে দেশে ১১ লাখ করদাতা কর দেয়। যা মোট  জনসংখ্যার ১ শতাংশেরও কম। ১৬ কোটি মানুষের এই দেশে এটা লজ্জাকরও বটে। তাই আমরা এ অবস্থা থেকে উত্তরণ চাচ্ছি।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে জাতীয় আয়কর দিবস-২০১৫ এর সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতাগণকে সম্মাননা সনদ, ক্রেষ্ট ও ট্যাস্ক কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই লক্ষ্যমাত্রার কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সেরা ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়।

তিনি বলেন, ২০১৯ সাল নাগাদ করদাতার সংখ্যা মোট জনসংখ্যার ২ শতাংশ বা ৪০ লাখে উত্তীর্ণ করতে চাই। আমি মনে করি এটা অত্যন্ত উচ্চাবিলাসী লক্ষ্যমাত্রা নয়। ১৬ কোটি মানুষের মধ্যে থেকে খুঁজে বের করা সম্ভব।

অর্থমন্ত্রী মুহিত বলেন, অর্থনৈতিক সমর্থন ছাড়া রাষ্ট্র চলতে পারে না। জনকল্যাণকর রাষ্ট্র চালানো জন্য আমাদের জনগণের কাছে হাত পাততে হয়। তাই অনেক সময় অন্যায় ভাবে কর আদায় করতে হয়। তবে আমরা এ ধরণের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাই। সমাজে সবাই ভালো অবস্থায় থাকে না। তাদের অবস্থার উন্নতিতে আপনাদের সাহায্য দরকার। কারণ আমরা সকলকে নিয়ে ভালভাবে দেশ চালাতে চাই।

এর আগে বর্ণাঢ্য ও জমকালো র্যালির মাধ্যমে জাতীয় আয়কর দিবসের কার্যক্রম শুরু হয়। ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ মূল প্রতিপাদ্য এবং ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’ স্লোগানে পালিত জাতীয় আয়কর দিবস-২০১৫ এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

বর্ণাঢ্য র‌্যালিটি জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে মৎস্য ভবন, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেসক্লাব হয়ে পুনারায় এনবিআরের এসে শেষ হয়। র‌্যালিতে আয়কর প্রদানের বিভিন্ন স্লোগান সম্বলিত টি-শার্ট, ক্যাপ ও ছাতা নিয়ে র‌্যালিতে বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন স্তরের শত শত মানুষ অংশগ্রহণ করেন।

বরাবরের মতো এবারের আয়কর দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত শিল্পী, নৃত্য শিল্পী, চলচ্চিত্র ও নাট্য জগতের বিভিন্ন তারকারা উপস্থিত ছিলেন। ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, নাট্য অভিনেতা চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, বাঁধন, শহিদুজ্জামান সেলিম, শহিদুল ইসলাম সাচ্চু, সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু, আবিদা সুলদতানা, রফিকুল ইসলাম, ফেরদৌস আরা, কুমার বিশ্বজিৎ, নিসিতা বড়ুয়াসহ বিভিন্ন জগতের তারকারা র‌্যালীতে অংশগ্রহণ করেন।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ-প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ সেরা করদাতারা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test