E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজিএমইএ’র সভাপতি হলেন সিদ্দিকুর

২০১৫ সেপ্টেম্বর ১৭ ১১:২৮:৫৭
বিজিএমইএ’র সভাপতি হলেন সিদ্দিকুর

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন  বিজিএমইএ’র সভাপতি হয়েছেন সিদ্দিকুর রহমান। ২০১৫-১৬ মেয়াদে সংগঠনটির প্রধানের দায়িত্ব নিচ্ছেন তিনি।

২২ সেপ্টেম্বর সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন সভাপতিসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা দায়িত্ব বুঝে নেবেন বলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর বিজিএমইএ’র নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল সম্মিলিত পরিষদ ও ফোরামের মধ্যে সমঝোতা হয়।

নতুন কমিটিতে পরিচালক এবং সহ-সভাপতির সংখ্যা বাড়িয়ে ৩৫ জন করা হয়েছে। বিদায়ী কমিটিতে পরিচালনা পর্ষদের সদস্য ছিল ২৭ জন।

এর মধ্যে ঢাকা অঞ্চলের ২০ জন থেকে বাড়িয়ে ২৬ জন এবং চট্টগ্রাম অঞ্চলে ৭ জন পরিচালক থেকে বাড়িয়ে ৯ জন করা হয়েছে।

একই সঙ্গে এবার সহ-সভাপতি পদ বাড়ানো হচ্ছে তিনটি। অর্থাৎ আগামী মেয়াদে একজন সভাপতির সঙ্গে থাকবেন সাতজন সহ-সভাপতি।

গত নির্বাচনে ২৭ পরিচালক পদের বিপরীতে সম্মিলিত পরিষদ ও ফোরামের প্যানেল থেকে ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন ।

(ওএস/এসসি/সেপ্টেম্বর১৭,২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test