E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যাপকভাবে বিক্রি হচ্ছে মার্সেল ফ্রিজ, এসেছে নতুন পণ্য

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৪:৩৫:৪৭
ব্যাপকভাবে বিক্রি হচ্ছে মার্সেল ফ্রিজ, এসেছে নতুন পণ্য

স্টাফ রিপোর্টার : ঈদ সামনে রেখে বিক্রি জমে উঠেছে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের। বিশেষ করে দেশীয় আবহাওয়া ও খ্যাদ্যাভাস উপযোগী করে তৈরি বড় ডিপযুক্ত মার্সেল ফ্রস্ট ফ্রিজ বিক্রি হচ্ছে বেশি। তবে কোরবানীর গোসত সংরক্ষণের জন্য ক্রেতারা মার্সেল ডিপফ্রিজও কিনছেন। এর পাশাপাশি ঈদ উপলক্ষ্যে কিছু নতুন মডেলের পণ্য এনেছে মার্সেল। এদিকে গত আট মাসে পণ্য বিক্রিতে আগের বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে মার্সেল কর্তৃপক্ষ।

মার্সেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একদিকে কোরবানীর ঈদ; অন্যদিকে আশ্বিনের অসহনীয় গরম- দুইয়ে মিলে বেড়েছে মার্সেল ফ্রিজের বিক্রি। তাদের দাবি- মার্সেল এখন বাংলাদেশের দ্বিতীয় শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড। মার্সেল নিজস্ব কারখানায় দেশেই তৈরি করছে ফ্রিজ, টেলিভিশন, এসি, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য।

কর্তৃপক্ষ আরো জানায়, ক্রেতাদের রুচি ও ক্রয়ক্ষমতা অনুযায়ী মার্সেল বাজারে নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যের ও আকর্ষণীয় মডেলের সাধারন ও ডিপ ফ্রিজ, সিআরটি এবং এলইডি টেলিভিশন, এয়ারকন্ডিশনার, মোটরসাইকেল, জেনারেটর, ইলেকট্রিক বাল্ব, এলইডি বাল্ব, সুইচ সকেট, ব্যাটারী, ব্লেন্ডার, গ্যাস স্টোভ সহ অন্যান্য হোম ও কিচেন এ্যাপ্লায়েন্সেস।

খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে মার্সেল ব্র্যান্ড। অত্যাধুনিক প্রযুক্তিতে উচ্চ গুণগত মান বজায় রেখে অসংখ্য মডেল, ডিজাইন ও কালারের এসব পণ্য বাজারে নিয়ে আসায় ক্রেতারা বিদেশী ব্র্যান্ড ছেড়ে এখন ঝুঁকছে মার্সেলের দিকে। এছাড়াও আইএসও স্ট্যান্ডার্ড ও সারাদেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের দোরগোঁড়ায় বিক্রয়োত্তর সেবা পৌঁছে দেয়ায় দেশীয় ব্র্যান্ডটির প্রতি ভোক্তাদের আস্থাও বেড়েছে।

জানা গেছে, কোরবানী ঈদকে সামনে রেখে দেশীয় ব্র্যান্ড মার্সেল দুটি নতুন মডেলের (১ লিটার ও ১.৫ লিটারের) ব্লেন্ডার মেশিন বাজারে এনেছে।

এছাড়াও বিনোদন পিপাসুদের জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন দুটি নতুন মডেলের এলইডি (২৮ ও ৩২ ইঞ্চি) টিভি বাজারে নিয়ে এসেছে মার্সেল। দামও ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে। এবছর বিশেষ ডিজাইনে তৈরি মার্সেল ব্র্যান্ডের বড় ডিপযুক্ত রেফ্রিজারেটর ক্রেতাদের ব্যাপক সাড়া জাগিয়েছে। কারণ, মার্সেলের বড় ডিপযুক্ত ফ্রিজ কিনলে ভোক্তাদের আলাদাভাবে ডিপ ফ্রিজ কেনার প্রয়োজন পড়েনা। যদিও ঈদে ডিপ ফ্রিজের বিক্রিও আশানুরূপ।

মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা (উত্তর) মোশারফ হোসেন রাজীব বলেন, এবারের কোরবানী ঈদে মার্সেল পণ্যের বিক্রি বেড়েছে আশানুরুপভাবে। ঈদের বাড়তি চাহিদা মোকাবেলায় সরবরাহ চ্যানেল নির্বিঘ্ন রাখতে উৎপাদন বাড়িয়ে নিশ্চিত করা হয়েছে পণ্যের পর্যাপ্ত মজুদ। অন্যদিকে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ওভারহেড কস্ট কমে যাওয়ায় ফ্রিজ, টেলিভিশনসহ অন্যান্য পণ্যের দামও কিছুটা কমেছে বলে জানান তিনি।

মোশারফ হোসেন রাজীব আরো জানান, গত বছরের প্রথম ৮ মাসের তুলনায় চলতি বছরের প্রথম আট মাসে প্রায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মার্সেলের। তিনি আশা করছেন, গত কোরবানীর ঈদের তুলনায় এবাার ঈদে অনেক বেশি বিক্রি হবে।

মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা (দক্ষিণ) মতিউর রহমান বলেন, পণ্য উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি, কঠোর মান নিয়ন্ত্রন এবং আধুনিক বিপণন কৌশল গ্রহণের ফলে গ্রাহকদের কাছে দিনদিন মার্সেল ব্র্যান্ড জনপ্রিয় হয়ে উঠেছে। এখন ক্রেতারা নিজেরাই মার্সেলের পণ্য খুঁজে নিচ্ছেন। যেটাকে বিপণনের ভাষায় পুল ইফেক্ট বলা হয়ে থাকে। বিদেশী পণ্যের চেয়ে এখন দেশি পণ্য অনেক বেশি উন্নতমানের। আর সেজন্য ক্রেতাদের আস্থা এখন দেশী পণ্যের প্রতিই।

জানা গেছে, মার্সেল ফ্রিজে ডিইসিএস আলট্রাব্রিড ফোর ডি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তির বিষ্ময় এন্টি ব্যাকটেরিয়াল ন্যানো পার্টিকেল ব্যবহার করায় মার্সেল ফ্রিজে রক্ষিত খাবার দীর্ঘক্ষণ সতেজ, টাটকা ও জীবাণুমুক্ত থাকছে। এই ফ্রিজে ৮০ শতাংশ এনার্জি সেভিং এলইডি বাল্ব ব্যবহার করার ফলে বিদ্যুৎ খরচ কমে যাচ্ছে ৮০ শতাংশ। এছাড়াও ছয় মাসের মধ্যে ফ্রিজে কোনো সমস্যা হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়ায় গ্রাহকদের পছন্দের শীর্ষে উঠে এসেছে মার্সেল। পাশাপাশি, সর্বোচ্চ মানের নিশ্চয়তায় মার্সেল ফ্রিজের কম্প্রেসারে এখন দেয়া হচ্ছে আট (৮) বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

(এমএ/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test