E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কৃষি ব্যাংকের প্রশংসায় শিল্পমন্ত্রী

২০১৪ মে ২৫ ১৯:৩১:৩০
কৃষি ব্যাংকের প্রশংসায় শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার : দেশের বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রশংসা করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ কৃষিখাতে আওয়ামী লীগ সরকার অর্জিত সকল সাফল্যের পেছনে কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি বলেন, ‘১৯৯৮ সালে সংঘটিত ভয়াবহ বন্যার পর দেশব্যাপী কৃষি ব্যাংক পরিচালিত ঋণ কর্মসূচির ফলে মাত্র দুই বছরের ব্যবধানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়।’

রোববার মতিঝিলে কৃষি ব্যাংক ভবন মিলনায়তনে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারি ইউনিয়ন (সিবিএ) আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তবে মন্ত্রী এসব কথা বলেন।

গ্রামীণ অর্থনীতি তেজিকরণে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানের প্রস্তাবিত নতুন জনবল কাঠামোসহ অন্যান্য যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, জন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তহাতে নিয়ন্ত্রণ করা হবে। তিনি বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক, কাউকে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না। তিনি গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিসহ সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারি ইউনিয়নের সভাপতি মো. আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ প্রতিমন্ত্রী এম.এ. মান্নান, কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ, মজীদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম, পরিচালক আলহাজ মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. শুক্কুর মাহামুদ, কার্যকরি সভাপতি মো. ফজলুল হক মন্টু, সিবিএর সাধারণ সম্পাদক এস.এম. হারিস আলম বক্তব্য রাখেন।

(ওএস/এস/মে ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test