E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমরা বাংলাদেশ থেকে দারিদ্র নামের ভূত বিতাড়িত করব’

২০১৫ অক্টোবর ১৭ ১৭:৩৭:২১
‘আমরা বাংলাদেশ থেকে দারিদ্র নামের ভূত বিতাড়িত করব’

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড.আতিউর রহমান বলেছেন, দারিদ্র একটি ভূতের নাম। আমরা এক হতে পারলে এ ভূত দূর করতে পারবো। টুঙ্গিপাড়া থেকে এ ভূত তাড়ানোর জন্য আমরা এক হতে পেরেছি। আমরা এক হয়ে সারা বাংলাদেশ থেকে দারিদ্র নামের ভূত বিতাড়িত করবো।

তিনি আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাবলিক প্লাজায় অনুষ্ঠিত টুঙ্গিপাড়া পৌর এলাকার সুবিধাবঞ্চিতদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরন অনুষ্ঠানে এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় ২শ’১২ জনকে ২৫ হাজার টাকা করে মোট ৫৩ লাখ টাকা জনতা ব্যাংকের মাধ্যমে এ সহায়তা দেয়া হয়।

তিনি শ্রেষ্ঠ গর্ভনর হিসেবে যে পুরস্কার পেয়েছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদেশের হাজারোও শ্রমজীবী মানুষ ও নাম জানা-নাজানা মুক্তিযুদ্ধের অসংখ্য শহীদদের নামে উৎসর্গ করার কথা বলেন।

ড.আতিউর রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে গত বছর থেকে ‘বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ নামে একটি সিআরপি তহবিল চালু করেছে। তিনি সেবার মনোভাব নিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসার আহবান জানান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম.মাহফুজুর রহমান, জনতা ব্যাংক লিমিটেডের নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম, বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মোঃ নাজিমউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজি গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বসার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান।

এর আগে তিনি বেলা সাড়ে ১০ টায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠও বিশেষ মোনাজাতে অংশ নেন।

(এমএইচএম/এএস/অক্টোবর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test