E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউরোপে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন ওয়ালটনের প্রায় শ’খানেক প্রকৌশলী

২০১৫ অক্টোবর ২৬ ১৮:৩০:৪২
ইউরোপে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন ওয়ালটনের প্রায় শ’খানেক প্রকৌশলী

স্টাফ রিপোর্টার : ইউরোপে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন ওয়ালটনের প্রায় শ’খানেক প্রকৌশলী। তারা কাজ করছেন ইউরোপ থেকে প্রযুক্তি স্থানান্তরেও। প্রধানত বিশ্বের সর্বোচ্চমানের কম্প্রেসার কারখানা স্থাপনের লক্ষ্যে ওয়ালটন ওই প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য পাঠিয়েছে। এরই মধ্যে কম্প্রেসার কারখানার প্রয়োজনীয় প্রযুক্তি স্থানান্তর প্রক্রিয়াও শুরু হয়েছে।

জানা গেছে, জার্মান প্রযুক্তিতে আল্ট্রা হাইব্রিড কোয়ালিটির ফ্রিজের কম্প্রেসার প্ল্যান্ট করতে যাচ্ছে ওয়ালটন। এশিয়ায় এ ধরনের কম্প্রেসার কারখানা এটাই প্রথম। প্রাথমিকভাবে ওয়ালটন কারখানায় বছরে ৪০ লাখ ইউনিট কম্প্রেসার তৈরি হবে। ১৫ লাখ দেশের বাজারে ব্যবহারের পর আরো ২৫ লাখ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

প্রায় ৪ মাস ধরে চলছে প্রযুক্তি স্থানান্তরের কাজ। সবমিলিয়ে দেড় বছর ধরে চলবে প্রশিক্ষণের কাজ। এজন্য বাংলাদেশ থেকে প্রথম দফায় অর্ধশতাধিক প্রকৌশলী পাঠায় ওয়ালটন। পরবর্তীতে ২ দফায় আরো প্রায় অর্ধশত প্রকৌশলী প্রশিক্ষন এবং হাতে কলমে মেশিনারিজ সম্পর্কে সম্যক ধারণা নিতে জার্মানি এবং অষ্ট্রিয়া গেছেন। এই দুটি দেশ ছাড়াও স্পেন এবং ইতালীতে আরো প্রকৌশলীদের প্রশিক্ষণ নিতে পাঠানো হবে।

ওয়ালটনের সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকেশলী আশরাফুল আম্বিয়া জানান, বাংলাদেশের প্রকৌশলীরা অত্যন্ত মেধাবী। এজন্য ওয়ালটন সবসময় দেশীয় প্রকৌশলীদের উপর আস্থা রেখেছে। ওয়ালটনের কম্প্রেসার প্রজেক্টের জন্য মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ শ’খানেক প্রকৌশলীকে বাছাই করে তাদের উচ্চতর প্রশিক্ষণের জন্য জামার্নি পাঠানো হয়েছে। শিল্প সমৃদ্ধ নর্থ-ইউরোপে চলছে প্রশিক্ষণের কাজ। সেরা মানের চ্যালেঞ্জ নিয়ে সবোর্চ্চ প্রযুক্তিতে ফ্রিজের কম্প্রেসার তৈরির লক্ষ্যে কাজ করছে ওয়ালটন। ওয়ালটনের প্রকৌশলীরা কম্প্রেসার ডিজাইন ও ডেভলপমেন্ট, উৎপাদন প্রক্রিয়া, পণ্যমান উন্নতকরন এবং বিক্রয়োত্তর সেবার উপর নিচ্ছেন উচ্চতর প্রশিক্ষণ।

জানা গেছে, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে প্রায় ১৬ লাখ বর্গফুট কর্ম এলাকায় স্থাপন করা হচ্ছে বিশ্বের সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির ফ্রিজের কম্প্রেসার প্ল্যান্ট। আল্ট্রা হাইব্রিড কোয়ালিটির ওই কম্প্রেসার হবে সাধারণ কম্প্রেসারের তুলনায় অনেক বেশী কার্যকরী, টেকসই, নিখুঁত, বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ-বান্ধব। যা হবে এশিয়ায় তৈরি যে কোনো কম্প্রেসারের চেয়ে উচ্চমানের।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কমপ্লেক্সে পুরাদমে এগিয়ে চলছে কম্প্রেসার কারখানার অবকাঠামো উন্নয়নের কাজ। কমিশনিং শেষে আগামী বছরের মাঝামাঝি উৎপাদন শুরু হবে। কম্প্রেসার তৈরির কাঁচামাল ও ব্যাকওয়ার্ড লিংকেজ প্রক্রিয়ার অংশ হিসেবে এই প্রজেক্টে থাকছে বিশাল স্টিল, জিংক, এ্যালুমিনিয়াম এবং কপার কাস্টিং ও ফাউন্ড্রি। এছাড়াও রয়েছে বিশাল টেস্টিং ও মেটাল প্রসেসিং সিস্টেম। সবমিলিয়ে এটি হবে একটি সমন্বিত কারখানা।

(এমএ/এএস/অক্টোবর ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test