E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘একটি দেশের উন্নয়নের সোপান হচ্ছে দক্ষ জনবল’

২০১৫ অক্টোবর ৩১ ১৬:৩১:৫৪
‘একটি দেশের উন্নয়নের সোপান হচ্ছে দক্ষ জনবল’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, একটি দেশের উন্নয়নের সোপান হচ্ছে দক্ষ জনবল। আর দক্ষ জনবল গড়ে তোলার জন্য দরকার উপযুক্ত শিক্ষা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে প্রাইম ব্যাংকের এ উদ্যোগ  আয়োজিত দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীর বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, শিক্ষার প্রসারে প্রাইম ব্যাংকের এ উদ্যোগ অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। কিছুদিন আগে একটি ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রকল্প হাতে নিয়েছে। অন্য একটি ব্যাংক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে ৫০০ ল্যাপটপ বিতরণ করেছে। তারা ভবিষ্যতে আরও ল্যাপটপ বিতরণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক নামমাত্র সুদে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ক্রয়ে ঋণ প্রদানের একটি প্রকল্প গ্রহণ করছে। তাই সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে শিক্ষা খাতে সামাজিক দায়বদ্ধ কর্মকাণ্ডে আরও বেশি বেশি যুক্ত হওয়ার আহ্বান জানান গভর্নর।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরি এতে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদির খান, উপদেষ্টা একিউকে তালুকদার, প্রধান নির্বাহী ডা. ইকবাল আনোয়ার বক্তব্য রাখেন।অনুষ্ঠানে মেধাবি ৩৭২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে এ বৃত্তি দেয়া হয়।

উল্লেখ্য, ফাউন্ডেশন শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় ২০০৭ থেকে এ পর্যন্ত মোট ২৪৪৫ মেধাবী শিক্ষার্থীকেবৃত্তি প্রদান করেছে প্রাইম ব্যাংক। এদের মধ্যে ৪৮৬ জন কৃতিত্বের সঙ্গে লেখাপড়া শেষ করেছে এবং ২৯৭ জন বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।

(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test