E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬.২৯ শতাংশ

২০১৫ নভেম্বর ২৯ ১৬:৪৯:২৬
ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬.২৯ শতাংশ

স্টাফ রিপোর্ট : ফের দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। রবিবার দিনশেষে লেনদেন হয়েছে ৪০৫ কোটি টাকা। বৃহস্পতিবারের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৫৭ কোটি টাকা। লেনদেন বাড়ার এ হার ১৬.২৯ শতাংশ।

তবে ডিএসইতে লেনদেন বাড়লেও দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে ৮.৫০ শতাংশ।

এদিকে দিনভর সূচকের উঠা-নামা শেষে উভয় বাজারে সূচকের মিশ্রপ্রবণতায় শেষ হয়েছে দিনের লেনদেন। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭.০১ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৮০.৭৬ পয়েন্টে। তবে ডিএসইর শরিয়াহ সূচক ০.৮২ পয়েন্ট কমে ১১০০.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১২টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস। দিনশেষে কোম্পানিটির ১৪ কোটি ৬০ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার লেনদেন হয়েছে ১৩ কোটি ৯০ লাখ ৯৮ হাজার টাকা। ১৩ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- এএফসি এগ্রোবায়োটেক, ট্রাস্ট ব্যাংক, সামিট পাওয়ার, আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাই সেল, সি অ্যান্ড এ টেক্সটাইল।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ০.৪৯ পয়েন্ট কমে দিনশেষে ৮৫০৬.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ১৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

(ওএস/এইচআর/নভেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test