E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিএসই-তে লেনদেন বেড়েছে অর্ধকোটি টাকা

২০১৫ নভেম্বর ৩০ ১৫:৫৭:০১
ডিএসই-তে লেনদেন বেড়েছে অর্ধকোটি টাকা

স্টাফ রিপোর্ট : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক (ডিএসইএক্স) দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৫ কোটি ৫৫ লাখ টাকার। যা গতকালের তুলনায় ৫০ কোটি টাকা বা ১২ শতাংশ বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০৫ কোটি টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি শেয়ার দর।

ঢাকার বাজারে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো বিএসআরএম স্টিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ, মালেক স্পিনিং মিলস, সামিট পাওয়ার, কাশেম ড্রাইসেলস, সাইফ পাওয়ারটেক এবং লাফার্জ সুরমা সিমেন্ট।

(ওএস/এইচআর/নভেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test