E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৫৫ তম শাখার যাত্রা শুরু 

২০১৫ নভেম্বর ৩০ ১৭:৪৭:৪৭
শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৫৫ তম শাখার যাত্রা শুরু 

শেরপুর প্রতিনিধি : তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ, আধুনিক, গতিশীল ও শিল্পবান্ধব ব্যাংকিংয়ের প্রত্যয় নিয়ে শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি ব্যাংক) ১৫৫ তম শাখার যাত্রা শুরু হলো। সোমবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র রঘুনাথ বাজার সম্পদ প্লাজার দ্বিতীয় তলায় ব্যাংকটির চেয়ারম্যান শিল্পপতি এম এ হাসেম শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মাঝে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত জামিল, এফবিসিসিআই পরিচালক মো. মাসুদ, শাখা ব্যবস্থাপক মো. কামাল উদ্দিন সহ ব্যাংকরে বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় ব্যবসায়ী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান এম এ হাশেম তার বক্তব্যে শেরপুর জেলার শিল্পায়ন ও উন্নয়নের স্বার্থে এ শাখায় শতকরা ১২ ভাগ সুদে ঋণ প্রদানের ঘোষণা দেন। এসময় তিনি নিজের অভিজ্ঞতা বর্ননা করে বলেন, আমিও একদিন ক্ষুদ্র একজন ব্যবসায়ী ছিলাম। ব্যাংক থেকে ঋণ নিয়ে সততার সাথে ব্যবসা করে আজ আমি শিল্পগ্রুপের মালিক হয়েছি। এখন আমার মালিকানায় রয়েছে দু’টি ব্যাংক। আপনারা ভালোভাবে ব্যবসা করুণ, গ্রাহক হোন, ঋণ নেন, ব্যাংক আপনাদের পাশে আছে। তিনি মার্কেট স্টাডি করে শেরপুরের আরো বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইউসিবি সর্বদাই গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকে। সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম গ্রাহক পরিষেবার ধারাবাহিকতায় শেরপুরে যাত্রা শুরু করলো এই শাখা।

(এইচবি/এইচআর/নভেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test