E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গেইনারের শীর্ষে ইস্টার্ন হাউজিং

২০১৪ মে ২৭ ২১:৫৩:৫৮
গেইনারের শীর্ষে ইস্টার্ন হাউজিং

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারের তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার মঙ্গলবার গেইনারের শীর্ষে উঠে আসে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা বা ৯ শতাংশ।

বিশ্লেষণে দেখা যায়, আজ মঙ্গলবার কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৬২ টাকা। এদিন শেয়ারটির দর ৫৭ টাকা থেকে বেড়ে ৬২ টাকা পর্যন্ত ওঠে। কোম্পানির ১০ লাখ ৪৩ হাজার ৮০০ শেয়ার ১ হাজার ৪৯৯ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৬ কোটি ৩৪ লাখ টাকা।

এছাড়া গেইনারের দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার দর বেড়েছে ৯৮ টাকা বা ৪ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার দর দুই হাজার ১৬০ টাকা থেকে দুই হাজার ২৫৯ টাকা পর্যন্ত ওঠানামা করে।

গেইনার তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স ট্যানারীর দর বেড়েছে ৪ শতাংশ, স্টাইল ক্রাফটের ৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৩ শতাংশ, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৩ শতাংশ, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ২ শতাংশ এবং ইস্টার্ণ লুব্রিকেন্টসের ৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

(ওএস/এস/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test