E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বিশ্বে খাদ্যমূল্য বেড়েছে

২০১৪ মে ৩০ ১৯:৩৫:১৩
বিশ্বে খাদ্যমূল্য বেড়েছে

নিউজ ডেস্ক : বিপুল পরিমাণ খাদ্য শস্য উৎপাদনের পরও চলতি বছরে বিশ্বে খাদ্য মূল্য বেড়েছে চার শতাংশ। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে খাদ্যমূল্য বাড়ার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশে সময় বৃহস্পতিবার মধ্যরাতে ওয়াশিংটনে এই তথ্য প্রকাশ করা হয়। ২০১২ সালের পর এই প্রথম খাদ্যমূল্য এতটা বেড়েছে। খবর এএফপি।

খাদ্যমূল্য বাড়ার কারণ হিসেবে এই আর্থিক সংস্থাটি চীনের অতিরিক্ত চাহিদা, যুক্তরাষ্ট্রের খরা আর ইউক্রেনের সাম্প্রতিক সময়ের সঙ্কটকে দায়ি করেছে।

বিশ্বব্যাংক বলছে, আন্তর্জাতিকভাবে খাদ্য মূল্য ৪ দশমিক শূন্য শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে গম ও ভূট্টার মূল্য। এ বৃদ্ধির হার যথাক্রমে ১৮ ও ১২ শতাংশ।

বিশ্বব্যাংকের অর্থনীতিবিদরা বলছেন, ২০১৩ সালের বাম্পার ফলন সত্ত্বেও খাদ্যমূল্য বেড়েছে। তারা এর জন্যে বিশ্বব্যাপী বিশেষ করে চীনের খাদ্য চাহিদা বৃদ্ধি, যুক্তরাষ্ট্রে খরা এবং ইউক্রেন পরিস্থিতিকে দায়ি করেছেন।

২০১২ সালের গ্রীষ্মে বিশ্বে খাদ্যমূল্যে বৃদ্ধির পর এবারই প্রথম এমনটি ঘটল।

(ওএস/এস/মে ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test