E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাল শুরু হচ্ছে ডিজিটাল আইসিটি মেলা

২০১৬ জানুয়ারি ১৯ ১৫:১৮:০১
কাল শুরু হচ্ছে ডিজিটাল আইসিটি মেলা

স্টাফ রিপোর্টার : `ভিশন টু সার্ভ উইথ আইসিটি` শ্লোগানকে সামনে রেখে রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) শুরু হতে যাচ্ছে সাত দিনব্যাপী ডিজিটাল আইসিটি মেলা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান মেলার আহ্বায়ক তৌফিক এহেসান।

সপ্তমবারের মতো ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৬ নামের এ মেলা ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ছয় শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

মেলায় বিশেষ ছাড় ও উপহার থাকবে বলে জানিয়েছেন তৌফিক এহেসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক পণ্য প্রদর্শন করবে।

মেলা উপলক্ষে এবার বিশেষ আয়োজন হিসেবে থাকবে- প্রযুক্তি পণ্যের উপর আকর্ষণীয় মূল্য ছাড়, মেলা চলাকালীন সময় প্রতিদিন র্যা ফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার, রক্তদান কর্মসূচি, এন্ট্রিপাশের সঙ্গে ফ্রি মুভি দেখার সুযোগ, ফ্রি ইন্টারনেট, ওয়াইফাই ও গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগীতা, শিশু চিত্রাঙ্কক প্রতিযোগিতা ও পিঠা উৎসবসহ নানা আয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও মেলা পরিচালকবৃন্দ।

(ওএস/এইচআর/জানুয়ারি ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test