E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনার দাম কমছে

২০১৪ জুন ০১ ১২:১০:২৪
সোনার দাম কমছে

ডেস্ক রিপোর্ট : রবিবার থেকে কমছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়। নতুন দামে প্রতি ভরি ভালো মানের সোনার দাম সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমে দাঁড়িয়েছে ৪৭ হাজার ২৩৯ টাকা। রুপার দাম ভরিতে ১১৭ টাকা কমে হয়েছে এক হাজার ১৬৬ টাকা। নতুন দাম রবিবার কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ২৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৮১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৩৮ হাজার ৬০৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৬ হাজার ২৪৪ টাকা ভরি হয়েছে। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম হয়েছে এক হাজার ১৬৬ টাকা।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, "আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমতির দিকে, এ জন্য আমরা দেশের বাজারে দর সংশোধনের সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া দেশের দোকানগুলোতে বর্তমানে বেচা-কেনা কম। সোনার দাম হ্রাসে এটিরও প্রভাব আছে।"

এদিকে শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৪০৫ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ২৪৭ টাকা এবং ১৮ ক্যারেট ৩৯ হাজার ৬৫৭ টাকায় বিক্রি হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনা ২৭ হাজার ৪১০ টাকা আর রুপার ভরি ছিল এক হাজার ২৮৩ টাকা।

(ওএস/এইচআর/জুন ০১, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test