E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একনেক বৈঠকে ৪ প্রকল্প পাস

২০১৪ জুন ০৩ ১৭:৫৮:০৩
একনেক বৈঠকে ৪ প্রকল্প পাস

স্টাফ রির্পোটার : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে তিন হাজার ৩৯৪ কোটি ৪০ লাখ টাকার চারটি প্রকল্প পাস হয়েছে।

মঙ্গলবার একনেক চেয়াপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পাসকৃত প্রকল্প চারটি হলো- ইমার্জেন্সি-২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেন্ট্রোরেশন প্রজেক্ট (ইসিআরপিএস), বাংলাদেশ ইকোনোমিক জোনস ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেজ – ১), মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর জন্য অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ প্রকল্প এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প।

মোট প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন ২২২ কোটি ৬৩ লাখ টাকা, প্রকল্প সাহায্য তিন হাজার ১৭১ কোটি ৭৭ লাখ টাকা।

একনেক সভায় ইমার্জেন্সি-২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেন্ট্রোরেশন প্রজেক্ট (ইসিআরপিএস) নামক সংশোধিত প্রকল্পটি পাস হয়। প্রকল্পটি জিওবি ও বৈদেশিক অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর, মৎস্য অধিদফতর, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ৭৫৫ কোটি ২০ লাখ টাকা এবং সংশোধিত প্রাক্কলিত ব্যয় তিন হাজার ১০৫ কোটি ৩২ লাখ টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল আগস্ট ২০০৮ থেকে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ধরা হয়েছে।

প্রকল্প সম্পর্কে পরিকল্পনামন্ত্রী জানান, দেশের উপকূলবর্তী ১৩টি জেলায় এটি বাস্তবায়িত হবে। সিডরে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনসহ জীবনযাত্রার মানোন্নয়ন করা এ প্রকল্পের উদ্দেশ্য। এ প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্থ এলাকার দুই লাখ ২১ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে ২০ হাজার ৯৭৬টি কৃষি যন্ত্রপাতি, ছয় হাজার ৩৯৮ টন সার, ৭২০ টন বীজ বিতরণ করা হবে।

এছাড়া ৩৭ হাজার ৯২৫টি দরিদ্র পরিবারের মধ্যে ২ লাখ ৬২ হাজার ৯৫০টি হাঁস মুরগি, ১৭ হাজার ৮০০টি ছাগল ভেড়া, দুই হাজার ৭৫টি গাভী, দুই হাজার ৬১ টন পশু খাদ্য ও তিন হাজার ৯৩৬ সেট কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি বিতরণ করা হবে।

সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/জুন ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test