E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীল-সাদা বাড়িতে কর মওকুফ

২০১৪ জুন ১০ ১১:০৬:১১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : বাড়ির রং নীল-সাদা করে ফেললেই এক বছরের সম্পত্তি কর মওকুফ৷ ভারতের রাজস্থানের জয়পুরে যেমন গোলাপির ছড়াছড়ি, কলকাতাও তেমন ছেয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পছন্দের নীল-সাদা রঙে৷ তেমনই প্রত্যাশা কলকাতা পৌরসভার কর্তাদের৷

নীল-সাদা বাড়িতে কর মওকুফ

সোমবার কলকাতা পৌরসভার মেয়র পারিষদ বৈঠকে মুখ্যমন্ত্রীর ইচ্ছেপূরণের জন্য এই অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কলকাতা পৌর এলাকায় বসবাসকারী যে কোনও গৃহস্থ বাড়ির মালিক এই সুবিধা পাবেন৷ নতুন ও পুরোনো যে কোনও বাড়ির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য৷ যাঁরা ইতিমধ্যেই সম্পত্তি কর মিটিয়ে দিয়েছেন, তাঁদেরও দুশ্চিন্তার কিছু নেই৷ বাড়িতে নীল-সাদা রং করলে তাঁরাও এক বছরের সম্পত্তি করের টাকা ফেরত পাবেন৷ অথবা সম-পরিমাণ টাকা পরের বছরের সম্পত্তি করের সঙ্গে 'অ্যাডজাস্ট' করে দেওয়া হবে৷ তবে বাণিজ্যিক ভবনের মালিকরা এই ছাড়ের সুবিধা পাবেন না৷ পৌর অফিসারদের একটি অংশ অবশ্য মনে করছেন, বাড়ি রং করার যা খরচ তাতে পুরোনো বাড়ির মালিকরা এতে খুব একটা উত্‍সাহ দেখাবেন না৷ কারণ, এক বছরের সম্পত্তি করের থেকে রং করার খরচ বেশি৷ হাজার বর্গফুটের তিন তলা বাড়ির বাইরের দেওয়ালে নিতান্ত কম দামি রং করতে প্রায় ৭০ হাজার টাকা খরচ৷ তবে নতুন বা‌ড়ি এবং ফ্ল্যাটের মালিকরা এতে অনেকটাই উপকৃত হবেন৷

মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, 'সম্পত্তিকর ছাড় দেওয়ার জন্য পৌর আইন সংশোধন করতে হবে৷ এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানাব৷ বিষয়টি নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে আমার কথা হয়েছে৷ মুখ্যমন্ত্রীরও সম্মতি রয়েছে৷'

(ওএস/এইচ/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test