E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে তৃণমূলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে’

২০১৬ আগস্ট ২৯ ১৫:৩৯:১৪
‘গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে তৃণমূলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে’

নোয়াখালী প্রতিনিধি : গ্রাম ও শহরের বৈষম্য কমিয়ে বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে তৃণমূলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

রবিবার সকাল ১১টায় জেলা শহরের নোয়াখালী সুপার মার্কেটে একটি বেসরকারি ব্যাংকের শাখা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিনয় ভূষন দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সূবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, ব্যবসায়ী গোলাম জিলানী দিদার, নোয়াখালী বণিক সমিতি এবং নোয়াখালী সুপার মার্কেটের সভাপতি বদিউল আলম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

(এসইউএস/এএস/আগস্ট ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test