E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পর্যটন হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস

২০১৬ সেপ্টেম্বর ২৯ ১৭:১৬:২৪
পর্যটন হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস

স্টাফ রিপোর্টার : পর্যটন বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ৫ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাংলাদেশের ভেতরে পর্যটনের জায়গাগুলোতে দেশীয় পর্যটকদের আসা যাওয়া রয়েছে প্রচুর। কিন্তু বিদেশি পর্যটক আশার তুলনায় কম এটা সত্য। এক্ষেত্রে বিভিন্ন স্পটে বিদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা উচিত। পর্যটন ঘিরে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। এ শিল্পই হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের মূল উৎস।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান কবির বলেন, চলতি বছরকে ট্যুরিজম বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বিদেশিদের কাছে বাংলাদেশের ট্যুরিজমকে তুলে ধরতে নানা পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে আসার ক্ষেত্রে তাদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। এক্ষেত্রে ই-ভিসার ব্যবস্থা করার জন্য সরকার আলোচনা করছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ।

তিন দিনব্যাপী ট্যুরিজম ফেয়ার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এ সময় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলা কেন্দ্র করে থাকবে বৈচিত্র্যময় আয়োজন। যেমন কমিউনিটি বেজড ট্যুরিজম প্রদর্শনী, পর্যটন বিষয়ক সেমিনার, শিশুদের জন্য বিউটিফুল বাংলাদেশ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ অনেক কিছু।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test