E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে ডিএসই-সিএসইর বৈঠক

২০১৪ জুন ১২ ১২:২০:২০
দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে ডিএসই-সিএসইর বৈঠক

ডেস্ক রিপোর্ট : চলতি অর্থ বছরের বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বৃহস্পতিবার দুপুরে অর্থন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের বিষয়টি ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈঠকে ব্যক্তি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনী আয় ও স্টক এক্সচেঞ্জের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে আরোপিত কর অব্যাহতির বিষয়ে অর্থমন্ত্রীর কাছে সুপারিশ করবে ডিএসই। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ডিএসইর পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে সুপারিশের বিষয়টি জানানো হয়।

গত ৭ জুন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিএসইর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বলেন, ‘আমরা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানাই। বাজেটে পুঁজিবাজারের জন্য যা পেয়েছি তা শেষ না। অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে আমরা আরও কিছু পাওয়ার চেষ্টা করব।’

অপরদিকে, বাজেট পরবতী সংবাদ সম্মেলনে স্টক এক্সচেঞ্জের শেয়ার মালিকদের শেয়ার হস্তান্তরের

উৎসে কর ১৫ থেকে ৫ শতাংশ করা না হলে ট্রেকহোল্ডরদের ব্যবসা চালানোই কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেন সিএসই’র চেয়ারম্যান আব্দুল মজিদ।

(ওএস/এইচআর/জুন ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test