E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘চীনের বিনিয়োগে দুই দেশের অর্থনীতি লাভবান হবে’

২০১৬ অক্টোবর ১৫ ১৪:৩৮:০৪
‘চীনের বিনিয়োগে দুই দেশের অর্থনীতি লাভবান হবে’

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে দুই দেশের অর্থনীতি লাভবান হবে।

রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে চীনের ব্যবসায়ীদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আইন দ্বারা সুরক্ষিত। বিসিআইএম-এর অর্থনৈতিক করিডর পুরোপুরি কার্যকর হলে এই বিনিয়োগের ক্ষেত্র আরো প্রসারিত হবে। তাই চীনের উচিত বাংলাদেশে বিনিয়োগ করা।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের কোটা ও ডিউটি ফ্রি সুবিধা চাওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন, তিনি দেশে ফিরে গিয়ে ফিজিবিলিটি স্টাডি করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বৈঠকে ইনসেপটা ফার্মাসিউটিক্যালের ম্যানেজিং ডিরেক্টর আবদুল মোকতাদির, অ্যাপিলিয়ন গ্রুপের রেজাউল কবির, চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের প্রেসিডেন্ট ওয়াং জু শেং, টিবিয়ান ইলেকট্রিক অপারেটর কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ঝাওয়াংশি উপস্থিত ছিলেন। বৈঠকের শেষ পর্যায়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এতে যোগ দেন।

(ওএস/এএস/অক্টোবর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test