E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্যামসাং স্মার্টফোন ও ট্যাবে বিশেষ ছাড়

২০১৪ জুন ১২ ২২:২৪:৪৪
স্যামসাং স্মার্টফোন ও ট্যাবে বিশেষ ছাড়

স্মার্টফোনে বিশেষ ছাড় দিচ্ছে স্যামসাং। সকল স্যামসাং ক্যাফেতে ক্রেতারা বিশেষ মূল্যে স্মার্টফোন ও ট্যাব কিনতে পারবেন। সেই সাথে স্মার্টফোনগুলোর সাথে পাবেন আকর্ষনীয় সব উপহার। পুরো জুন মাস জুড়ে এই অফার চলবে।

ক্রেতাদের আগ্রহ মাথায় রেখে স্যামসাং মোবাইল বাংলাদেশ স্যামসাং গ্যালাক্সি এস৩, গ্যালাক্সি এস৪, গ্যালাক্সি নোট ৩ নিও, গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি ট্যাব ৩ নিও এবং গ্যালাক্সি নোট প্রো ১২.২ এর জন্য সীমিত সময়ের জন্য আকর্ষনীয় মূল্য নিয়ে এসেছে।

এই অফারের মাধ্যমে ক্রেতারা এখন গ্যালাক্সি এস৩ পাবেন ২৯,৭০০ টাকায়, এস৪ পাবেন ৪১,০০০ টাকায়, গ্যালাক্সি নোট৩ নিও পাবেন ৪১,৪০০ টাকায় এবং গ্যালাক্সি নোট ৩ পাবেন ৫৯,০০০ টাকায়। স্যামসাং ট্যাবলেটের সর্বশেষ সংযোজন, গ্যালাক্সি নোট প্রো পাওয়া যাবে ৭১,৯০০টাকায়।

আকর্ষনীয় দামের পাশাপাশি ক্রেতারা পাবেন কিস্তির মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ। ছয় মাসের কিস্তি সুবিধায় প্রতিমাসে ৪,৯৫০ টাকায় গ্যালাক্সি এস৩, প্রতিমাসে ৬,৮৩৩ টাকার কিস্তিতে গ্যালাক্সি এস৪ এবং প্রতিমাসে ৬,৯০০ টাকার কিস্তিতে গ্যালাক্সি নোট ৩ নিও পাওয়া যাবে। ১২ মাসের কিস্তি সুবিধায় প্রতিমাসে ৪,৯১৭ টাকার কিস্তিতে গ্যালাক্সি নোট ৩ এবং প্রতিমাসে ৫,৯৯২ টাকার কিস্তিতে গ্যালাক্সি নোট প্রো ১২.২ পাওয়া যাবে।

চলতি ক্যাম্পেইনে গ্রাহকরা একটি গ্যালাক্সি স্টার প্রো, গ্যালাক্সি ট্যাব ৩ নিও অথবা একটি গ্যালাক্সি ট্যাব ৩ এর সঙ্গে একটি আকর্ষনীয় লাল বা নীল রঙের ব্যাগপ্যাক পাবেন। গ্যালাক্সি স্টার প্রো এর বাজার মূল্য ৭,৫০০ টাকা। গ্যালাক্সি ট্যাব ৩ নিও এর মূল্য ১৯,৯০০ টাকা যা প্রতিমাসে ৩,৩১৭ টাকা কিস্তিতে মোট ছয় মাসের কিস্তি পরিশোধ করা যাবে। গ্যালাক্সি ট্যাব ৩ এর মূল্য ২৭,০০০ টাকা যা প্রতিমাসে ৪,৫০০ টাকা কিস্তিতে মোট ছয় মাসের কিস্তি পরিশোধ করা যাবে।

স্যামসাং এর আরেকটি অফার ‘টুইন উইন’ এর আওতায় গ্যালাক্সি কোর, যার বর্তমান বাজার মূল্য ১৮,৫০০ টাকা অথবা গ্যালাক্সি এস ডুয়োস ২, যার বর্তমান বাজার মূল্য ১৩,৯০০ টাকা, কিনলে গ্রাহকরা বিনামূল্যে একই মডেলের আরেকটি হ্যান্ডসেট জিতে নিতে পারবেন।

(ওএস/এস/জুন ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test