E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘১৮-১৯ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে’

২০১৬ নভেম্বর ২৬ ১৮:৪২:০৮
‘১৮-১৯ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে’

ভোলা প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পৃথিবীর বুকে একটি মর্যাদাশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০২১ সালের আগেই অর্থাৎ ১৮-১৯ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে।

শনিবার বিকেলে ভোলায় প্রিয় গ্রুপ আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ১৭তম আসরের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। খেলাধুলা প্রতি প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে। তিনি খেলাধুলার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন।

আগামীতে ভলিবলকে আরো জনপ্রিয় খেলা হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, খেলাধুলায় কোন রাজনীতির প্রভাব নেই। আমরা প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। তাই খেলাধুলাতেও সবাই সহজে অংশগ্রহণ করতে পারছে।

ভোলার উন্নয়নের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলা-বরিশাল সেতুর কাজ সম্পন্ন হলে সারাদেশের সঙ্গে ভোলার যোগাযোগ অনেক সহজ হবে। এছাড়া জেলার নদী ভাঙনরোধ প্রকল্পে সরকার দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ও জেলা প্রশাসক ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের গজনবি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এএইচ আসলাম সানী, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, মক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test