E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাজেটে মধ্যমেয়াদী লক্ষ্য স্পষ্ট নয়

২০১৪ জুন ১৪ ১৫:১৫:৫৫
বাজেটে মধ্যমেয়াদী লক্ষ্য স্পষ্ট নয়

স্টাফ রিপোর্টার : শনিবার সকালে রাজধানীর লেকশোর হেটেলে সিপিডি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৪-১৫ পর্যালোচনা’ শীর্ষক সংলাপে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন।

তিনি বলেন, বাজেটে মধ্য মেয়াদী পরিকল্পনায় বলা হয়েছে, আগামী বাজেটে জিপিডি প্রবৃদ্ধি বাড়বে। একই সঙ্গে মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি কমবে। কিন্তু, এসবের ভিত্তি অনেকটা অস্পষ্ট। কারণ, প্রতি ক্ষেত্রে দুর্বল পরিকল্পনা লক্ষ করা যাচ্ছে।

ফাহমিদা খাতুন বলেন, এবারের বাজেটে কিছু ইতিবাচক ও কিছু নেতিবাচক দিক আছে। ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে, সরকারি বিনিয়োগ ঊর্ধ্বমুখী, মূল্যস্ফীতি স্থিতিশীল আছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। তবে নেতিবাচক দিকগুলো সবচেয়ে বেশি। যার মধ্যে রয়েছে- জিডিপি প্রবৃদ্ধি অর্জনে ধীরগতি, ব্যক্তি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অভাব, রাজস্ব আদায় করা হবে অভ্যন্তরীণ উৎস থেকে, অভ্যন্তরীণ চাহিদা কমছে, ২০১৫ সালে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, অর্থমন্ত্রী বাজেটে এ বিষয়ে কিছু বলেননি ইত্যাদি।

তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা কোনো অর্থবছরকে ভিত্তি করে ধরা হয়েছে, তা অর্থমন্ত্রী উল্লেখ করেননি। তিনি ২০১৫ অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৭.৩ শতাংশ।

কিন্তু আমরা মনে করি, এটা অর্জন করতে হলে ব্যক্তিখাতে বিনিয়োগ ৪ থেকে ৫ শতাংশ বাড়াতে হবে; যা টাকার হিসাবে আরও ৭৫ হাজার কোটি টাকা। এটি অসম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে।

সিপিডি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভনর ড. সালেহ উদ্দীন আহমেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর, সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, সিপিডি’র সন্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচর্য্য, সুজন সভাপতি সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test