E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ন্যানোর উৎপাদন বন্ধ

২০১৪ জুন ১৫ ১১:০৪:০৩
ন্যানোর উৎপাদন বন্ধ

পশ্চিম বাংলার সিঙ্গুর থেকে গুজরাতের সানন্দে সরলেও ন্যানোর ভাগ্য ভাল যাচ্ছে না৷  তাই আপাতত এই ছোট গাড়ি উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে  টাটা মোটর্স৷

এই সস্তার গাড়ির তেমন ভাবে মন জয় করত পারছে না ক্রেতাদের৷ ফলে চাহিদা কম থাকায় ক্রমশ সানন্দা কারখানার গুদামে এই ছোট গাড়ির ভিড় জমছে৷ পরিস্থিতি বিচার করে বিশেষজ্ঞরা মনে করছেন প্রায় ৩৫-৪০ দিন উৎপাদন বন্ধ থাকতে পারে৷ যদিও টাটা মোটর্স কর্তৃপক্ষ জানিয়েছে, তিন থেকে ছয় সপ্তাহ ন্যানো উৎপাদন বন্ধ রাখা হবে৷ তবে কারখানা কর্তৃপক্ষের যুক্তি, পরিকল্পনা অনুসারে প্রতি বছরের মতো কারখানার রক্ষণাবেক্ষণ এবং মানোন্নয়নের জন্য তিন থেকে ছয় সপ্তাহ বন্ধ রাখা হবে৷ পাশাপাশি এই সময়ে উৎসবের মরসুমের আগে নতুন ভার্সানের ন্যানো উৎপাদনের জন্য কারখানার পরিকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে৷ প্রসঙ্গত, কম চাহিদার জন্য গত ছয় সপ্তাহ ধরে সপ্তাহে দুই থেকে তিন দিন উৎপাদন হত সানন্দ কারখানায়৷ দেখা গিয়েছে কারখানায় ৮০০০থেকে ১০০০০ ন্যানো গাড়ি পড়ে রয়েছে, যার মধ্যে বেশ কিছু গাড়ি ২০১৩ সালে তৈরি৷ ২০১৩-১৪ অর্থবর্ষের ন্যানো বিক্রি হয়েছে ২১,৫৩৩টি যা সানন্দ কারখানার বার্ষিক উৎপাদন আড়াই লক্ষ গাড়ির ১০ শতাংশের চেয়েও কম৷

(ওএস/এইচ/জুন ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test