E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অভিজ্ঞতা কাজে লাগিয়ে পেনিনসুলাকে অনেক দূরে নেয়াই লক্ষ্য’

২০১৪ জুন ১৫ ১২:১৭:১৯
‘অভিজ্ঞতা কাজে লাগিয়ে পেনিনসুলাকে অনেক দূরে নেয়াই লক্ষ্য’

স্টাফ রিপোর্টার : রোববার কোম্পানিটির লেনদেন শুরু হওয়ার পূর্বে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোম্পানির প্রধান নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান, কোম্পানি সচিব মো. নুরুল আজিম, ডিএসইর চিফ রেগুলেটারি মো. জিয়াউল হাসান খান, ডিএসই সচিব শেখ মোহাম্মদ উল্লাহ, মার্কেট ডেভেলপমেন্ট জিএম সামিউল ইসলাম, ইস্যুয়ার কোম্পানি লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান জাভেদ চৌধুরী, সেটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বদেশ রঞ্জন সাহা প্রমুখ।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, আমাদের হোটেল ব্যবসার ৫০ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমরা এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোম্পানিটিকে অনেক দূর নিয়ে যেতে চাই। কোম্পানির আয়ে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে এসময় তিনি আশা প্রকাশ করেন।

লেনদেন শুরুর আগে ডিএসইর লিস্টিং বিভাগের ম্যানেজার শফিকুল ইসলাম ভুঁইয়া এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন।

২০১৩ সালের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন ২০১৩) পেনিনসুলা চিটাগং লিমিটেডের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। গত বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ বা এনএভি দাঁড়ায় ৩২ টাকা ৭৩ পয়সা।


(ওএস/এটিআর/জুন ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test